এখন আমি স্বভাবসুলভ আর বলিনা এসো,
আর বলিনা দু'দন্ড এই আমার পাশে বসো।
গাল ফুলিয়ে আর বলিনা ভাঙছো ক্যানো মন,
বুকের মধ্যে কোন মেয়েটির অবাধ বিচরণ?
মিথ্যে রঙে নানান ঢঙে দিচ্ছো ক্যানো ফাঁকি,
রাতবিরেতের কষ্ট গুলো কোথায় এখন রাখি?
যখন তখন আর বলিনা ভীষণ ভালোবাসি,
আর বুনিনা স্বপ্ন ফানুস মিথ্যে রাশিরাশি।
.
বৃষ্টি দুপুর, ঝলমলে রোদ বুকের ভিতর টাপুর-টুপুর,
আর বহে না আর বহে না সত্যি বলি দেখো,
নীল নয়নার কাজল নাকি তোমার চোখে আঁকো!
শুনছি তুমি ভালোই আছো জল-জোছনার পদ্য রচো,
সুখপরীটার স্বপ্ন নিয়ে ষোলো আনাই বাঁচো!
নিয়ম করে আর বলিনা যাচ্ছি ভীষণ পুড়ে,
চাঁদনী প্রহর আমায় ছেড়ে যাচ্ছে দেখো দূরে,
আর বলিনা আর বলিনা ভীষণ ভালবাসি,
দিব্যি দেখো তোমায় ছাড়া বাঁচতে শিখে গেছি!