এসো, আর একবার এসো,
বানভাসি জলের মতো,
এসো তীব্র ক্ষুধা আর দারিদ্র্যের মতো
আমি গোগ্রাসে গিলে খাই তোমার যাবতীয় শোক।
একদিন আমার উঠোন জুড়ে মাতম তুলতো যেসব সন্ধ্যেরা, সেই সব সন্ধ্যে নিয়ে এসো,
আমি আরো একবার জোঁনাক ছুঁতে চাই অন্ধকার ভালবেসে।
এসো, আরেকবার এসো,
চামড়ার মতো দুঃখ হয়ে এসো
ছাপ্পান্ন হাজার বর্গমাইল কাঁপিয়ে আমি আর্তনাদ করতে চাই।
আপাতত শিকেয় থাক সংসদের উত্তপ্ত সংলাপ, মার্ক্সবাদ, লেলিনবাদ, ফারাক্কা আর তিস্তার শান্তি চুক্তি,
তারচেয়ে বরং এসো জন ডেনভারে ডুবে হৃদয় শুদ্ধ করি,
প্রাগৈতিহাসিক সময় জানে এখানে একদিন চাঁদ আর জলের মতো মিতালী ছিলো,
এসো .....
আরেকবার এসো ...
আর কিছু না হোক, মানুষ তো মৃত্যু দেখতেও আসে।