ওই সজল পারদর্শী ভাবনার পারে
দেখেছি, তার নিঃশর্ত প্রেম
হয়ে উঠতে চায়, সদ্য
মঞ্জরিত অনাম
ফুলের গন্ধ,
জীবনের ধুসর মরু প্রান্তরে যেন -
ভেসে উঠতে চায় জলপূর্ণ
মেঘ, তার অনুরাগী
মন ক্রমশঃ পার
করে যেতে
চায়
অনন্ত প্রণয়ের কিলিমাঞ্জারো, সেই
সুদুর সাহারার বুকে ঝরে
যেতে যেন আকুল !
তার বুকের
জমাট
ভালবাসা, প্রাণ ও দেহে সঞ্চারিত -
করে চলেছে মৃত নদীর
পুনর্জন্ম, জীবন
ধরে রাখতে
চায় -
তার দূরপ্রসারিত উন্মুক্ত জলধারা
বুকের গভীরতম অঞ্চলে - -


* *