মানুষই'ত ভুল করে, অনেক সময়ে
কিছু নবীনতার আশায়, জীবন
যায় মুড়ে প্রলুব্ধ পথে,
তাই বলে কী
সারা
জীবন সে কলঙ্কটা মাথায় বয়ে যাবে,
সৎ ও অসৎ জীবনের দুটি
যমজ দৃষ্টিভঙ্গি, কেউ
পরিপূর্ণ কোথায়
এই দুনিয়ায়,
মনের
গহ্বরে সবাই উলঙ্গ, যতই পড়ে যাও
ঘাড় ঝাকিয়ে, ওই তথাকথিত
দিব্য বাণীর বেদ পুরাণ,
নিপীড়িত মানুষের
দুঃখই যদি
পড়তে
অসমর্থ, তাহলে কিসের ধর্ম আর - -
কোন দেবতার করে চলেছ
দিবা নিশি উচ্চ সুরে
অনবরত ওই
গুণগান !


* *
http://sanyalsplanet.blogspot.in/