বহু বার লাঞ্ছিত, বহু বার লুন্ঠিত সে এক -
গ্রাম প্রান্তের পুরাতন, অর্ধ বিচ্ছিন্ন
মন্দির, এমনকি যে লাগোয়া
নদীও গেছে বিমুখ হয়ে,
কিনার বদলিয়ে,
আসলে
সময়ের দেহভঙ্গিমা খুবই জটিল, অট্টালিকা
হতে, সেই রহস্যময় পথের অন্তরাল
খুবই কম, এক পলকে সব
কিছু পরিবর্তনশীল !
এই 'ত ময়ুর
সিংহাসন
ক্ষিপ্রা নদীর তীরে, আর চোখ তুলতে না - -
তুলতে দেখি, উজ্জয়নি বহু দূর মালব
প্রদেশে, তথাকথিত রাজন
তখন মণি কর্ণিকা
ঘাটে, দাবি
করে - -
দাহ সংস্কারের পারিশ্রমিক ! নিয়তির চক্র
চিরকাল অস্থাবর, হৃদয়ের ব্যথা
বোঝে না - -


* *
- শান্তনু সান্যাল


http://sanyalsplanet.blogspot.in/