সে কোন এক জোছনা ভরা শরৎ -
নিশীথে, হাসনুহানার সঘন
কুঞ্জে, দিব্য প্রণয়ের
শীত দহনে !
যুগল
কায়া যখন একাকার শাশ্বত মিলনে,
হয়'ত দেখেছে উচ্চ দেবালয়ের
স্বর্ণকলশ কিংবা ছিল
সাক্ষী চাতকের
করুণ
ডাক, হয়'ত দেখেছে আকাশ পথ
হতে উড়ন্ত সারসের জোড়া,
সেই মধ্য যামিনীর
শিউলি ঝরার
বেলায়
জীবন গেছে হয়ে অবিনশ্বর অগ্নি
বলয়, সে এক অপরিভাষিত
ভালবাসা জড়িয়ে রয়
গহিন নিঃশ্বাসে
জন্ম -
জন্মান্তর ধরে, শিরায় - শিরায় - -
আত্ম তন্তুর সাথে !


* *


http://sanyalsplanet.blogspot.in/