সারা রাত সে খুঁজেছে ভাঙা তারকা,
সারা রাত ঝরেছে নিশিগন্ধার
সুরভি শিশির বিন্দুর
সাথে, তার দীর্ঘ
নিঃশ্বাসে
ছিল লুকিয়ে কোথায় যেন আমার -
ব্যথা ভরা স্বরলিপি, সারা
রাত বেজেছে বেহালা
নীল পাহাড়ের
পারে - -
বারংবার ফিরে এসেছে তার গানের
অনুরণন, বহু টুকরো হয়ে !
বারেবারে সে তুলেছে
সিক্ত ভাবনার
ফোঁটা - -
মোজাইক মেঝ হতে, সারা রাত - -
ভেসেছে কুয়াশাময় মিহি
কণার মেঘ, বুকের
মরুভূমি ছুঁয়ে,
সারা রাত
সে বুনেছে স্বপ্নজাল একাকী, উন্মুক্ত
আকাশের নিচে - -


* *
-http://sanyalsplanet.blogspot.in/