সে যখন অন্তর্লীন অন্তরতমের মাঝে,
ঐহিক সুখের পরিভাষা যায়
নিজেই বদলিয়ে, সমস্ত
অভিলাষের তৃষ্ণা
নিজেই খুঁজে
পায়
অমত্র্য ঠিকানা, অন্তহীন গভীরতার
সরসী তখন তরঙ্গায়িত ঠিক
চোখের আগে ! সেই
বিশাল, ঢেউ -
খেলানো
মানস সরোবর করে যায় আবাহন -
নিয়ে যেতে চায় হাত ধরে
পরম মনুষ্যতার পথে,
যেখানে সমস্ত
ভেদাভেদ
যায়
বিলীনতার মুখে, বিগলিত অহংকার
তখন মোক্ষদায়িনী অদৃশ্য নদীর
তীরে, মঠ মহন্ত বিহীন সে
এক আত্মবেদির
আঙ্গিনা,
ফুটে রয় যেখানে মানবিকতার চির
পুষ্পিত ফুলের গুচ্ছ - -


* *
http://sanyalsplanet.blogspot.in/