অনেক সময় জীবনে, অনেক কিছুই
ঘটে যায় অপ্রত্যাশিতভাবে,
যার মানুষ কল্পনাও
করে না, তবুও
জীবন -
যাত্রা, যথারীতি এগিয়ে যায় চেনা -
অচেনা পথে, আলো ছায়ার
খেলা এবং রহস্যময়
নিয়তির
কুয়াশা, অবশ্যই পথ খুঁজা সহজ নয়,
তবুও বেঁচে থাকার অদম্য ইচ্ছা,
হয়ে ওঠে মেহেদীর মিহি
পাতা, সময়ের
পাথরে
লিখে যায় রক্তিম বর্ণে নব কবিতা !
কত বার মনে হয় হাতের ঠিক
নাগালে আছে কিনারা,
নামতেই স্বপ্নের
গভীরতা
বুঝিয়ে দেয়, এখনো বহু দূরে আছে
জোছনায় সিক্ত ভূমি ! চাঁদ
এখনো ওঠে নি নীল -
আকাশে,
শুধুই খেলে চলেছে বন্য নদীর কূলে -
কাশফুলের ঢেউ - -
* *
http://sanyalsplanet.blogspot.in/