চেনা অচেনা সমস্ত চেহারা ছিল -
সম্মিলিত, ওই তামাশার
ভিড়ে, যখন চোখ
মিলল চোখের
সাথে
দেখি, কত আপনজন হটাৎ উধাও
চোরাগলির মোড়ে ! অবাস্তব
কিছুই নেই এখানে,
আলোর সাথী
সবাই
এই জগতে, অন্ধকারে এমন কি - -
নিজস্ব ছায়া পর্যন্ত বলে যায়
মৌন ভাবে " আজ -
তা হলে আসি "
উঠন্ত
সূর্যের সবাই উপাসক, নিমজ্জনের -
পরে মানুষ করে কৃত্রিম
আলোকের সজ্জা !
সন্ধ্যার সাথে
হারিয়ে
যায় কোথায় যেন সমস্ত আত্মীয়তা,
অকস্মাৎ, যেন খসে পড়ে ছদ্ম
মলাট, আর ঝরে যায়
হরফ প্রতি হরফে
অভিনয়ের
বাস্তবতা,
তখন হৃদয়ের পৃষ্টতল খুবই স্পষ্ট - -
এঁকে রাখতে চায় মন আসল
ও নকলের বহু
প্রতিফলন !
* *
http://sanyalsplanet.blogspot.in/