পরগাছা অথবা অমর লতা ! শুধুই
শাব্দিক ফের, সহজ কোথায়
জীবনে, আকাঙ্ক্ষিত -
ভাবনার মূর্ত
হওয়া !
তার ওই আপন করে জড়িয়ে রাখার
দাবি, শুনতে ভালই লাগে,
কিন্তু জানি না কেন,
তার গভীরতার
আন্দাজ -
করতে চায় না, এই দ্বিধাগ্রস্ত হৃদয়, -
আসলে, হাসির সঙ্গে অদৃশ্য
ভাবে লুকিয়ে রয়
চিরদিনই
অশ্রু কণা ! আলো - ছায়ার যবনিকা
চিরদিনই অবিরত ভাবে, খেলা
করে অগোচর নিয়তির
হাতে, তুমি কিংবা
আমি নিমিত্ত
মাত্র - -
প্রাক - পরিকল্পনার গুটি, সে ফেলে - -
যায় পাশা নিজের ইচ্ছায়, সব
কিছুই কপালের ভাঁজে
থাকে মুদ্রিত !
জীবনের
রহস্য চিরকালই থাকে অ-সংজ্ঞায়িত,
প্রহেলিকার মাঝে লুক্কায়িত !


* *
http://sanyalsplanet.blogspot.in/