কোনো এক শীতকালের ভাসমান অন্ধকারে,
যখন সূর্য, প্রায় অর্ধ নিম্মজনের পথে,
তার উষ্ণ নিঃশ্বাসের ছোঁয়া,
জাগিয়ে ছিল বুকে, এক
অদ্ভুত স্বপ্নময়
উৎকন্ঠা, তার অস্পষ্ট চোখের তীরে খুঁজে -
পেয়ে ছিল এ জীবন, কিছু সরু গলির
হদিস, কিছু জোনাকিদের ঘোপ,
আর একে অপরের মধ্যে
নিখোঁজ হওয়ার
চোরাগলি,
কত দূর সে হাত ধরে হেঁটে ছিল, কত দূর
যে ছিল শূন্যে হাতড়ানো, বলা কঠিন,
কিছু দূর অব্দি, নিঃসন্দেহ ছিল
বুকের উপরে উরোগামী
আভাস ! আর সারা
দেহে অদৃশ্য
কম্পন,
যখন সন্ধ্যার আঁধার গড়িয়ে হলো গভীর
রাত্রি, তখন দেখি স্পৃহা হটাৎ উড়ন্ত
সরীসৃপ, উড়ে চলেছে আকাশ
পথে অনিয়ন্ত্রিত রূপে,
পৃথিবীর গায়ে
পড়ে আছে
বহু পুরাতন খোলস এলোমেলোভাবে, আর
চার দিকে এক অন্তহীন নীরবতা !
* *


http://sanyalsplanet.blogspot.in/