সুদুর ভূমধ্য সাগর হতে, সিন্ধু নদীর
তীর পর্যন্ত, তার বিজয় পতাকার
ছিল আলোড়ন, তবুও ওই
বিশ্ববিজেতা ছিল
নিজের চোখে
খুবই
নিরুপায়, সহজ নয় মানুষের হৃদয়ে
একছত্র রাজ করা, গায়ের জোরে
ভূ ভাগের দখল খুবই সরল,
নিয়তির আগে সমস্ত
আকলন ছিল
বৃথা !
শেষ মুহূর্তে কিছুই কাজে লাগে না - -
ওই সুবর্ণ মুকুট তখন অর্থহীন,
কাঞ্চন দেহের প্রয়োজন
শুধুই এক ভুমিগৃহ,
খোলা পিঞ্জর
চেয়ে
রয় নির্বাক ভাবে, ইতিহাসের উড়ন্ত
কিছু বিছিন্ন পাতা, কালান্তরে
ভুলে যায় মানুষ ক্রমশঃ
তাদের গৌরব
গাথা !


* *
http://sanyalsplanet.blogspot.in/