নিঃশ্বাসের বিনিময়, ভাবনার আদান
প্রদান, কিছু খোলা আকাশ আর
কিছু বর্ষার ভাসন্ত পূর্বাভাস,
জানি, সব কিছুর আছে
এক না এক দিন
অবসান,
তবুও হৃদয়ে ফুটে রয় অহোরাত্র এক
সুরভিত বিতান, জীবনের আছে
নিজস্ব সৈকত রেখা, কখনো
ভাঙনের পুনরাবৃত্তি
আবার অনেক
সময়ে সুদুর
হতে শুধুই ক্রমিক পরাবর্তন, ভেসে
আসে মাঝস্রোতের চাপা ক্রন্দন,
কখনো জোনাকির দ্বীপে
আলোর সম্মেলন,
স্বপ্নের তরী
ভেসে রয় উজানের ধারায় সারাটা -
রাত, অধিকাংশ পৃথিবী যখন
ঘুমের দেশে নিরুদ্দেশ,
তখন সজাগ,
একজোড়া
স্পন্দন গাহে জীবনের অন্তহীন প্রণয়ী
গান - -
* *


http://sanyalsplanet.blogspot.in/