নির্বাক চেয়ে আছি পদ্মার তীরে, ঝরে
যায় ব্যথিত সুরে কোন পরিচিত
মাঝির কন্ঠে অতীতের
ভালবাসার গান,
নিঃশব্দ
দাঁড়িয়ে আছি রক্তিম পুকুর ধারে, এ -
কেমন সন্ধ্যার ধোঁয়া উঠে
চলেছে ধ্বস্ত দেউল
পারে, সে এক
প্রতিশ্রুতি
শঙ্খ বেলার ক্ষণে আজানের মাঝে ছিল
সমাহিত, কোথায় গেছে সে
হারিয়ে সেই মায়ের
ভাষায় ডাক -
নাম নিয়ে
সুদুর হতে হৃদয়ে ডাক দেওয়া, কে - -
ভেঙ্গে দিতে চায় মনের সাঁকো
যে জড়ানো আছে যুগে
যুগের মিতালীর
দ্বারে - -
* *


http://sanyalsplanet.blogspot.com/
https://www.facebook.com/shantanu.sanyal.new