এখানেই আদি - অন্তের চিরন্তন খেলা,
নেড়া গাছের শাখা প্রশাখায়
লুকিয়ে রয় আগামী
কালের অঙ্কুর,
সব কিছুই
অনিশ্চিত, আকাঙ্ক্ষিত স্বপ্ন আর - -
রামধনুর অস্থায়ী আবির্ভাব,
কোথায় যেন মনে
হয় বেঁধে
আছে, পরস্পর অবুঝ রঙের বাঁধনে,
আকাশের গায়ে মেঘের খেলা,
কখনো উপত্যকার এক
ভাগে মুশলধার
বৃষ্টি, আর
অন্যান্য ঢালে, উপেক্ষিত মরু প্রান্তর
চেয়ে রয় শুন্য আকাশ ! সব
কিছুই যেন হেঁয়ালির
সাথে একাকার,
তবুও তুমি
ও আমি দাঁড়িয়ে রই যথারীতি জীবন
সেতুর দুই প্রান্তে, নিঃশ্বাসের যাত্রী
থামে না কোনো দিন, অদৃশ্য
ভাবে স্পন্দনের
বিনিময়
চলে সারা রাত, তখন তুমিও কোথায়
যে তোমার মাঝে, আর আমিও
কোথায় নিজের ভেতরে,
দুই অস্তিত্ব উড়ে রয়
আকাশ পথে !
* *


http://sanyalsplanet.blogspot.in/