দীর্ঘ বিদ্রোহের পরে আজ আমরা স্বাধীন
কেবল খাতা কলমে পূতিগত ভাবে,
আজ তো শুধুই স্বার্থ লোভী ব্যাক্তিত্ব
তাদের মতো বীর বাংলায় আবার কবে হবে?
মন থেকে আজ বলছি এই মানব জগৎ কে
আমরা স্বাধীন হয়েও একবার কি ভেবেছি স্বাধীনতার মানে?
আমরা যেদিন পরাধীন ছিলাম ছিল অনেক কষ্ট
আজ তো স্বাধীনতা পেয়েও আছি সমাজের অজ্ঞানে..
বলতে খুব ইচ্ছে করে আমরা ভারতবাসী আমি গর্বিত
কিন্তু দেশকে ভালোবেসে আমরা দেশেরই ক্ষতি করি,
এমনতো চাইনি ভারতমাতাকে শান্তির আসনে বসিয়ে
ভারতমাতাকেই অপমান করি..
সকলের কাছে আমার ছোট্ট কিছু প্রশ্ন
আমাদের দেশের ছোট্ট বোনেরা রাত্রে বড়ো অসহায়
কোন স্বাধীনতার বিশ্বাসের অঙ্গীকারে
মেয়েরা বাইরে বেরোয় দুরাশায়?
ওই ছোট্ট ছেলেটি চোর বলে আজ গণ্য
কিন্তু কেন ও চোর?
ও যে বেজ্জমা ওর মা,বাবা যে ওকে ত্যাগ করেছে
তাই তো আজ জগৎও নিথর..
আমি বড়োই ছোট্ট এক মানুষ
আমি ভালোবাসি আমার ভারতবর্ষকে,
যতই যাই হোক যতই তুফান আসুক
আমি জয় হিন্দ বলবো আমার ভারত মাকে..