জন্ম দিনের দিন দেখে হয়না পালন জন্মাষ্টমী
  তিথি দেখে জন্মদিন হয় ভগবান শ্রী কৃষ্ণের,
আকাশে,বাতাসে নিজ মনের মনিকোঠায় আবির্ভুত
  জগৎ সংসার চালিত ভগবান শ্রী কৃষ্ণের.
হে মোর প্রভু তুমি তো জগৎগুরু
তুমি হে গৌর সুন্দর,তুমি করুণাসিন্ধো,
তুমি আছো তাই এ ভুবন ভরা ফুল-ফলে
  তুমি মোর জগৎ,মোর আলো,মোর সমস্ত আনন্দ..
হে দীনবন্ধু জগৎপতে
  তুমি এসো কলি যুগে মোদের রক্ষা করতে,
আজি এ প্রভাতে তোমারি পরশে
সূর্যের আলো আলোকিত করে এই জগৎকে..
আমরা তোমার অবুঝ সন্তান
জানি ভুল করলেও আমাদের করো তুমি মাপ,
আমাদের আশীর্বাদ করো প্রভু
  যেন ভুল না করি,না করি কোনো পাপ..
পৃথিবীতে যদি একটা পিঁপড়েও মারা যাই
  তা বিধাতার লিখন,
দুঃখ আঘাত যাই আসুক ছাড়বোনা তোমার চরণ
  আমি কৃষ্ণ ভক্ত এটাই কারণ..