এখনের রাজনীতিতে
          নেই কোনো সু-নীতি,
রাজনীতির ভয়ে
          হারিয়েছে মানুষের গতি |
চেয়ে দেখো তোমরা
         ক্লান্ত বাতাস,ক্লান্ত মন,
মুখে হাজার প্রতিশ্রুতি
        মানুষ হত্যা করে সব জন |
ভারত মায়ের বুক থেকে
         সন্তান কেড়ে নিয়ে,
ওরা আনন্দে ঘুরে বেড়ায়
        রক্তের লালসা নিয়ে |
ওদের মুখের ভাসা শুনে
        ধমকে যায় আকাশ,
ছি: ছি: ছি: এখানে রক্ত
        ওখানে কাটালাস,
হা হা হা এতেই খুঁজে পায়
       ওরা ওদের বিলাস |
ওদের মুখে আশা,ভরসার কথা
        দিনের বেলায়,
রাতে তাদের ঠিকানা
        রঙিন জলের ফোয়ারায় |
যেদিন না খুজলে আর
        উদয় হবেনা সূর্যের আলো,
এই আকাশ বাতাস সাক্ষী রেখে বলছি
        আমরা জাগরিত হবোই হবো  |||