আমি ক্ষুদ্র অথবা বৃহৎ
কোন কিছুর জন্য
মারা যাবো না,
আমি অনন্তকাল বেঁচে থাকবো-
হয়তো একটা ছোট্ট ঘাসফুল হয়ে
অথবা একবিন্দু শিশির হয়ে
শরতের ভোরে ঝ'রে যাওয়া
শিউলি ফুলে।
ছোট্ট মাঝারি বৃহৎ
কোন কিছুর জন্যই
আমি মারা যাবো না
নশ্বর পৃথিবীতে আমি বেঁচে থাকবো
একটু স্মৃতি হয়ে
কোন এক হৃদয়ের গোপন গহীন কোণে।
আমি ম'রে যাবার জন্য জন্মাই'নি
আমি কবি, আমি প্রজন্মের লালা
আমি বেঁচে থাকবো প্রজন্ম থেকে
প্রজন্মান্তর স্মৃতির গহ্বরে।