এতো দূর থেকে নয়, কাছে এসে দেখে যাও
আমি ভালো আছি, শুধু হিসেবে নিও না
ভেতরের সদা চলমান ধস।
কাছে এসে দেখে যাও ভালো আছি
যদিও বারোমাসি পাতা ঝ’রা মৌসুম হেমন্ত ভেতরে,
বুকের গহীনে কোন সবুজ নেই, হলদে পাতার ঝ’রে পড়ার আর্তনাদ!
ভালো আছি! শুধু ভেতরে এক চৈত্রের খরা
তীব্র তাপদাহ, দহন
এতোদিনের পাওয়া উপহার- মিথ্যা, প্রতারণা, ধোঁকা, প্রবঞ্চনা!
ভালো করে দেখো- আমি ভালো আছি!
কিন্তু সকালবেলা-ই কেমন অকালসন্ধ্যা, সূর্য ডোবার আয়োজন
ভেতরে বাসা বেধেছে হতাশা, ব্যর্থতা, অন্ধকারাচ্ছন্নতা!
আমি হাসি নিয়ে আছি, ভালো আছি! যদিও-
উৎফুল্ল হই না আর কিছুতে প্রেমে, গোলাপে
ভেতরে ভীষণ গোলযোগ, উদ্বেগ, অন্তহীন ধূলিঝড়!
সময় পেলে কাছে এসে দেখে যেও—আমি ভালো আছি!!