এখন প্রাত্যহিক বেঁচে থাকা শিখে গেছি
আগামী নিয়ে কোন স্বপ্ন দেখি না
অতীত শিখিয়েছে স্বপ্ন কেবল স্বপ্ন-ই হয়
অতীতের স্বপ্ন আর স্বপ্নিল স্মৃতিগুচ্ছ জমে জমে
পুরোনো হৃদয়ের সব টুকু ভরে উঠেছে,
উপছে উঠেছে। যেমন করে অকাল বন্যায়
এই ছাপান্ন হাজার বর্গমাইলের ব-দ্বীপ
জলে ভরে উঠে কানায় কানায়।
ভরসা করার আপনজনেরা শিখিয়েছে
স্মৃতিকাতরতা এখানে মূল্যহীন। প্রাত্যহিক
বাজারদরে তাল মিলিয়ে নিজেকে বেচে দেয়া-ই
এখন সুখি হওয়ার মূলমন্ত্র। নিজেকে বেচে দিয়ে
কেউ কেউ অতীত ভুলে, পুরোনো কে ভুলে
নতুন স্বপ্নে নতুন ঘরে নতুন পূজায় ব্যস্ত থাকছে।
আর ধূপের ধূয়ার আড়ালে কেউ আজীবন
স্মৃতি হাতরে বাঁচে। এক না একদিন ফিরবে,
মিথ্যে আশায় বুক বাঁধে,মেকি হাসে,নাচে, প্রাত্যহিক বাঁচে।