দূরে থাকো,  কাছে থাকো
যেখানে যতদূর থাকো, ভালো থেকো।
আমার হাতে হাত, চোখে চোখ নাই বা রাখলে।
যার চোখে চোখ রাখো, হাতে হাত, সবখানে হোক
তোমার জিবনের পাঠ হাসির ধারাপাত।
তুমি জানো! আজও একজোড়া চোখ
রাত্রির আঙ্গিনায় তোমার প্রতিক্ষায়।
আমাকে না হয় ভাবলে অবহেলায়।
তবুও বেলা-অবেলায়, তুমি হাসি নিয়ে
থেকো, সুখ নিয়ে থেকো। নতুন হাসি, নতুন গান,
নতুন ঘরের নতুন পূজোর আবাহনে
ভাবনায় ঠাঁই নাই বা দিলে আমি না হয়
গোধূলির ধূলো, পথের শেষে হারিয়ে গেলাম।
তুমি তবু সুখি হয়ো। সুখ নিয়ে, হাসি নিয়ে থেকো।