পৃথিবী নামক গ্রহে এসেই বুঝে গিয়েছিলাম
বড় ভুল জায়গায় এসে পড়েছি। কেঁদেছিলাম,
চিৎকার করে কেঁদেছিলাম। আমার কান্নায়
মহান বিধাতা কর্ণপাত করার প্রয়োজন বোধ
করেন নি। আর এই নষ্ট গ্রহের বাসিন্দা, যারা
দেখতে আমারই মতো অবয়বের, তারা উল্লাসে
ফেটে পড়েছিলো। আজ দীর্ঘ সময় পার করে এসে
বুঝেছি, হাতি গর্তে পড়ে গেলে ব্যাঙও লাথি মারে।
এখন এই নষ্ট গ্রহে আগুন্তুক এলে আমিও হেসে উঠি,
উল্লাসিত হই। বুঝতে শিখে গেছি মহাকালের চাওয়া।
এখন জীবনের প্রতি দানে নিজেকে বলিদান করে হলেও
হাসবো, উল্লাস করবো। এই তো বেঁচে থাকার মানে!