আমি গেঁথেছিলাম মালা,
লালপাড় বধূ বরণের।
তুমিও কি গাঁথছো মালা,
আমার বার্ষিকী স্মরণের।


ফুলেদের জীবন করুণ বড়
আজ সম্মানিতের গলে তো,
পরদিন ঠাই আস্তাকুড়ে।
আমি তোমার গলে ছিলাম
আজ কি তাই, ফেলেছো ছুড়ে?


তালে তাল মেলায় যারা,
তারাই জয়ী হয়।
তালহীন বেতালে'রা শুধু
আস্তাকুড়ে পড়ে রয়।


প্রয়োজন বড় সমসাময়িক
শিখে গেছি আজ ঠেকে, ঠকে।
শিখিয়েছে সময়, শিখিয়েছে মানুষ
বিশ্বজোড়া পাঠশালা জুড়ে।