তোমার আজকাল ব্যস্ততা খুব। তবু -
কাউকে সঙ্গী পেলে এটা ওটা যাই হোক
কিছু একটা পাঠিয়ো। খুব বেশি কিছু না,
এই ধরো একটা পেন্সিল,  নেলকাটার,
একটা কলম, একটা টুথব্রাশ অথবা ধরো
একটা ওয়ান টাইম রেজর। এগুলো যে
আমার খুব প্রয়োজন অথবা দেয়া মাত্রই
আমি  ব্যবহার করবো এমন কিছু নয়।
তবু তুমি শপিং-এ গেলে আমাকে মনেকরে
কিছু কিনেছো, আমাকে ভেবেছো তোমার ঝকঝকে
ব্যস্ত জীবনযাপনের ফাঁকে, বারো হাজার কিলোমিটার দূরে
এ ভাবনা আমাকে খুব সুখ দেবে। তোমাকে দেখতে না পারার,
ছূঁতে না পারার কষ্ট তোমার দেয়া উপহারে হাত বুলিয়ে
কিছুটা ভুলে যেতে চেষ্টা করবো। যদি না দিতে পারো,
খুব ক্ষতি নেই। তোমার প্রবঞ্চনার বিষাক্ত ছোবল, আজো
রক্তশিরায় আর হৃৎপিন্ডে প্রবাহিত জাগ্রত অনুভূতি।
তোমার দেয়া কোন উপহার-ই আমি কখনো ফেলে দিইনি।
তাই! যদি পারো দিও, আর না হলে...