চলে যাবো! শুধু এক গভীর ক্ষত নিয়ে।
স্বপ্ন পোড়ার ক্ষত, অনাগত আগামী পুড়ে
খাক হয়ে যাওয়ার ক্ষত আমি আর কতোকাল
বয়ে বেড়াবো? আধুনিক শহরের সর্বাধুনিক সুবিধা নিয়ে
গড়ে ঊঠা চিকিৎসা কেন্দ্রের দ্বারে দ্বারে ঘুরেছি বহুদিন।
ঘুরে ঘুরে ক্লান্ত, আমি হতাশাগ্রস্ত। সবাই একবাক্যে
জানিয়ে দিয়েছে, স্বপ্ন পোড়ার ক্ষতের চিকিৎসা আজও অনাবিষ্কৃত।
আমার হারিয়ে যাওয়া স্বপ্নের খোঁজে ছাপ্পান্নোহাজার বর্গমাইলের
প্রতি ইঞ্চি আমি তন্ন তন্ন করে খুঁজেছি। প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের
সহযোগিতা চেয়েছি। সবাই একবাক্যে জানিয়ে দিয়েছে,
হারিয়ে যাওয়া স্বপ্ন খুঁজে পাওয়া অসম্ভব।
একমাত্র সম্বল, “স্বপ্ন” হারিয়ে আমি ক্লান্ত, হতাশাগ্রস্ত, দেউলিয়া।
এতো বিষাদময়তা নিয়ে, গভীর ক্ষত নিয়ে এখানে থাকা অসম্ভব।
যদি আর দেখা না হয়, ক্ষমা করো। চলে যাবো। শুধু এক গভীর ক্ষত নিয়ে।