এখন আমি দিন অথবা রাত্রি অনুভব করিনা।
তার বদলে মনে হয়, আমি
দিনের আলো বা রাত্রির অন্ধকারে নয়,
বসবাস করে যাচ্ছি ব্ল্যাকহোলে।
এই এত ঘন সন্নিবিষ্ট বা অতি ক্ষুদ্র আয়তনে
এর ভর এত বেশি যে এর মহাকর্ষীয় শক্তি থেকে
ঠেলে বের হয়ে আসার ক্ষমতা আমার নেই।
জেনারেল থিওরি অফ রিলেটিভিটি মানলে,
তড়িতচৌম্বক বিকিরণও এখান থেকে বেরোতে পারেনা,
আর আমি তো কোন ছাড়?
সাধারণ মহাকর্ষীয় বলের মান
এখানে এত বেশি হয়ে যায় যে,
এটি মহাবিশ্বের অন্য সকল বলকে অতিক্রম করে।
ফলে এ থেকে কোন কিছুই পালাতে পারে না;
আমি এখন কি করে এখান থেকে পালাবো, বলো?
আমি আজ ব্ল্যাকহোলে স্বেচ্ছা-নির্বাসনে।
তোমরা যারা আলোতে আছো,
ভালো থেকো! সুখে থেকো!!