তোমাকে চেয়েছিলাম না কি
তোমাকে চাই নি
সে প্রশ্ন থাক।
তবে খুব করে চেয়েছিলাম,
অনন্ত অনুষঙ্গ হোক-
একজোড়া বিশ্বাসী চোখ।
আজ প্রিয় আবহ নিরবতা
নিরবে প্রশ্ন করে -
পেয়েছিলে, পেয়েছ তারে?
আমিও নিরবে বলি,
যারে পেয়েছি -
তার মুখখানি নামাঙ্কিত নয়,
মুখখানা অচেনা শুধু প্রাণ খানি চেনা।