আকাশপানে উড়ে যাওয়া দোয়েল
ভুলে গেছে অতীত। ভুলে গেছে
উড়বার জন্যে তার শুধু ডানার নয়,
একদিন প্রয়োজন হয়েছিলো মাটিরও।
যারা আকাশপানে যায়, তারা কি ভুলে যায়
মাটির সাথে তার সব লেনাদেনা আর
সব অতীত ইতিহাস? হয়তো যায়।
দোয়েল কি জানে, আকাশের বুকে উড়া যায়
কিন্তু ক্ষণিকের বিশ্রামের জন্য হলেও
তাকে ফিরে আসতে হবে মাটির কাছাকাছি।
জানি! একদিন দোয়েল ফিরবে, সব উড়ার শেষে।
সেদিন সে এলে তাকে বলো-
দোয়েলের শহরে যেহেতু জোনাকি জ্বলে না, তাই
আমি জোনাকি-বনে গেছি চাঁদ ধরবো বলে।