এখানে সকাল ঘুমায় কুয়াশা জড়িয়ে,
এখানে রাত্রি জেগে থাকে স্মৃতি হাতড়ে ।
এখানে বেঁচে থাকে মানুষ বেহায়া বাঁচার নেশায়,
আশা নিরাশায় দোলা মন এখানে মরে গিয়ে
অকারণ ক্ষণিক বাঁচতে চায়। এখানে এখনো সূর্য উঠে
পূবাকাশ করে লাল। কার বুকে ঘটে চলে
বাঁচা ও মরার সংহতি জানে না মহাকাল।
এখানে যদিও দুপুর আর কোথাও মাঝরাত,
এখানে যখন সন্ধ্যে ঘনায় দু-চোখের আঙ্গিনায়
তখন অন্য কোথাও প্রভাত।
এখানে যখন মৃত জোনাকির স্মরণ সভা
ওখানে নিঅন আলোয় হাসি
আর...
ওখানে যখন প্রতারক মুখোশে হাসে,
এখানে জীবন প্রশ্ন শেখায় শ্বাপদের মতো
তবুও আশা নিয়ে বলে মন
আজো বাঁচতে ভালোবাসি!