আমার বিষন্ন রাত্রি গুলো যখন
আর কিছুতেই কাটতে চায় না,
আমি তোমাকে ভাবি। আর
এক পলকে রাত্রি ভোর হয়ে যায়।
আমার অবসন্ন অবসরে যখন
কোথাও যাবার থাকেনা, আমি
তোমাকে গন্তব্য জেনে বেড়িয়ে পড়ি।
আর সহস্র বছরের সমান এক একটা
দীর্ঘশ্বাস-কাল বুকে চেপে যখন
কয়েক শতাব্দীর পর শুরুর বিন্দুতে
এসে আবার হাজির হই, তখনই বুঝতে পারি
আমার রাত্রির ঘুম চুরি করে যে সেচ্ছায়
দূরে গেছে, তার কাছে পৌঁছানো কতটা অসম্ভব!