“র” দেখেছো? কিংবা “ঢ়”,
অথবা “ড়”? নিশ্চই দেখেছো!
ব, ড, ঢ-এর নিচে একটা
বিন্দু বসিয়ে কি অদ্ভুতভাবে আরেকটা
বর্ণ হয়। আর বিন্দুটা বিষন্ন-একা
একটু দূরে আজীবন বাস করে।
বিন্দুটা-কে দেখলে আমার নিজের কথা
খুব মনে পড়ে। ওটা আমারই প্রতিবিম্ব।
তোমাদের সমাজ, সংসার, সংঘ, পরিষদে
আমি আছি। তোমরাই আমাকে বসিয়েছো,
তোমাদেরই প্রয়োজনে। তোমাদের মাঝেই আছি।
তবুও, তোমাদের থেকে দূরে আর একলা একা
যেনো জনারণ্যে নির্বাসনে!