আজ থেকে, এখন থেকে সব কিছু ভুলে যাবো
বলে ভেবেছি। আমি আর আমার হৃদয়, মস্তিষ্ক
কোন পৌরসভার ময়লা ফেলার ভাগাড় নয়, যে
নিশি-দিন স্মৃতি নামক ময়লায় স্তুপিকৃত জঞ্জালে
ভরে উঠবো আমি। ভরে উঠবে আমার হৃদয়, মস্তিষ্ক।
এখন থেকে সজ্ঞানে আমি ভুলে যেতে থাকবো
আমার অতীত স্মৃতি, সম্পর্ক। নিজেকে মুক্ত করবো
সব অতীত লেনাদেনার বেড়াজাল থেকে। যে দায়ভার
অন্যেরা অস্বীকার করেছে আমি কেনো তার দায়
অযথা নিতে যাবো? নেবো না, ভুলে যাবো সব। না হলে
ভুলে থাকার ভান করবো। যেমন সবাই করেছে, করছে।
বর্তমানকেও আমি স্থান দেবো না আমাতে, আমার হৃদয়ে,
মস্তিষ্কে। মিথ্যে-কপট-ভন্ড-মুখোশে আমার যে বর্তমানের
চারপাশ ঘিরে আছে, তাকে লালন করা, ধারণ করা
আমার কাছে অর্থহীন।ভবিষ্যতের ভাবনায় অনেকেই
উজ্জ্বল উচ্ছল হয়ে উঠে। কেউ কেউ নিজেকে নিমজ্জিত করে
বিষাদের অতল তলে। আমি ভবিষ্যৎ নিয়ে কিছুই ভাবছি না,
ভাববো না। অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে আমার কোন ভাবনা নেই।
যদিও আগামীকাল অবশ্যই আসবে, তবে আমি সে পর্যন্ত
থাকবো তাতে আমি সুনিশ্চিত নই। আজ থেকে, এখন থেকে
আমি অতীত, বর্তমান আর ভবিষ্যৎহীন থাকবো, স্মৃতিহীন থাকবো।