আত্মহত্যা মানে মৃত্যু নয়,
জীবনাবসানের আনুষ্ঠানিকতা মাত্র।
বেঁচে থাকার অনুভূতি হারিয়ে গেলে
সেই মানুষ কার্যত বেঁচে থাকে না ।
তুমি আর তোমরা এটাকে
আমার মানসিক সমস্যা ভাবছো?
ভালো করে ভাবলে দেখবে এটা সামাজিক ।
প্রথাগত সমাজে আমার উপযোগিতা শেষ হলে প’রে
ধীর অগ্রসরমান নিশ্চিত মৃত্যুর বদলে,
আমি বেছে নিতেই পারি;
চটজলদি সংক্ষিপ্ত মৃত্যু ব্যবস্থা।
আমি ধরে নিয়েছি এটাও আমার
ন্যূনতম মানবিক অধিকার ।
তোমরাই বলো কাজ শেষ হয়ে গেলে,
শুধু শুধু অপেক্ষার কি দরকার?
আমার যেহেতু খুব কিছু দেয়ার নেই,
চারিদিকে অমোঘ অন্ধকার।
নিজহাতে তাই জ্বালিয়ে যাই আমার চিতা,
তোমাদের যে মঙ্গল আলো দরকার !