শেষ হলদে পাতাটা ঝ'রে গেলে,
নির্বাক অসহায় শূন্য গাছটা
ভেবেছিলো --
এটা হেমন্তের কাজ।
শীতের শেষে বসন্তের আগমনে,
সে নতুন পত্রপল্লবে সেজে উঠবে।
আবার দিনের সূর্য
আর রাতের চাঁদের আলো
তার কচিপাতায়,
আলোছায়ার লুকোচুরি খেলবে।
স্বপ্ন দেখছিলো --
একদিন বৃষ্টির জলে স্নান করবে।
সে কি জানতো, স্বপ্ন আর বাস্তব আলাদা?
তাই চির পিপাসিত বাসনা,
স্বপ্ন'ই থেকে গেলো।
বসন্তের নতুন পত্রপল্লবের সাজ,
তার আজীবন আছোঁয়া!!
---------------------
০৪ জুলাই, ২০১৬