তোমাকে একদিন যে সব নামে ডাকতাম,
আজ আর সে সব নামে ডাকতে পারি না।
এমন নয় যে ঐ নাম গুলো আমার আর
প্রিয় নয়, এমন নয় যে আমি ঐ নামে
আর ডাকতে চাই না। তোমার সময়োপযোগী
স্বার্থপরতা নামের অর্থ গুলো কি সহজে
বদলে দিয়েছে। একদিন তুমি যেখানে ছিলে
প্রিয় আলপনা, আজ সেই তুমি স্বপ্ন খুনের ছাপ।
একদিনের প্রিয় ভোরের শিশির আজ সমস্ত
রাত্রির টলোমলো অশ্রুজল। একদিন ছিলে
প্রিয় ঝর্ণা আজ প্রবাহিণী একটা নদী "দুঃখ"।
অন্যান্য প্রিয় নামের শব্দ গুলো আর প্রকাশ
করতে চাই না। ওরাও আজ আমারই মতো
রিক্ততা আর নিঃসঙ্গতা নিয়ে কাঁদে।
ভালো থেকো প্রিয় আলপনা,
ভালো থেকো প্রিয় স্বপ্ন খুনের...!