একটা পাখি মুখ থুবড়ে পড়েছে
একটা পাখির ভেঙে গেছে বুক, ডানা।
চলছে হিসেব-নিকেশ, জল্পনা-কল্পনা
কার দোষ, কার গুনপনা।
পাখিটার মুখ থুবড়ে গেছে, এক নয়,
দুই নয়, তিন নয়, পাখির পেটে ছিলো
আরো একাত্তরটি পাখি ছানা।
ইউএস বাংলার বোম্বাইডার
ড্যাস কিউ ৪০০ (S2-AGU) নেপালে বিধ্বস্ত,
সাথে একাত্তর প্রাণ স্তব্ধ।
চলছে হিসেব-নিকেশ, জল্পনা-কল্পনা
কার দোষ, কার গুনপনা। বেহিসেবী র’বে
নেপাল-বাংলা দুটি দেশের কতোগুলো
প্রাণ বাকরুদ্ধ! থেমে যাবে আগুন, হিসেব-নিকেশ,
যতো যল্পনা-কল্পনা। থেমে যাবে না, র’রে চলমান
একাত্তর পরিবারে আজীবন বোবা কান্না!