রাতের চাদর মুড়ি দিয়ে
পৃথিবীর কিছু না কিছু অংশ
আজীবন ঘুমে থাকে। আমারও
তন্দ্রা আসে, চোখ বুজে থাকি।
ভুলে যেতে থাকি পৃথিবীর সমস্ত কোলাহল।
গহীনে টের পাই, চাঁদের রাত গুলো ভুলে থাকা
খুবই কষ্টকর, অসম্ভব।ড্রেসিং টেবিলের আয়নার কোণে
জমানো ব্যবহৃত টিপ চোখে আর স্মৃতিতে জ্বালা ধরায়।
কোন কোন অনুপস্থিতিও কি ভীষণ ভাবে উপস্থিত থাকে,
দূরত্বের এতো নৈকট্য-চাপ থাকতে পারে জানতাম না।
তন্দ্রা- ঘোর কাটিয়ে তাকিয়ে দেখি “চাঁদ” তুমি দূর আকাশে,
আর কপালের ব্যবহৃত এক একটা টিপ এক একটা নক্ষত্র।