কেউ কেউ, অনেকেই বলে -
অন্ধকারে থেকো না, থাকতে নেই।
প্রদীপ-টা জ্বালো! তারা কি জানে না,
আমি কি বলে দেবো? এক সলতে দু-বার
জ্বলে না। এই কর্পোরেট জমানায় নাগরিক
যন্ত্রণায় পুড়ে যাওয়া হৃদয়ের গলায় এখানে কেউ
মাল্যদান করে না। নাগরিক কোলাহলে যে বধির হয়ে গেছে,
তার কানে ফিসফিস করে মাতাল করা শব্দ “ভালোবাসি
ভালোবাসি” কে শোনাতে আসবে, কেনো আসবে?
আর আসলে-ই বা সে শুনতে যাবে কেনো, শুনতে
পাবে কেনো? নিঅনের ঝলকানি যাকে করে দিয়ে গেছে
অন্ধ। যে আর কোনদিন কোনদিন চাঁদ অথবা জোনাকি
দেখতে পাবে না, ছুঁতে পাবে না স্নিগ্ধ চাঁদের আলো;
তার কাছে আলো-আধাঁরের গল্প বলার কি দরকার?
তারা কি জানে না? আমাকেই বলতে হবে! তোমাকে ছাড়া
যে নিজেকে অন্ধ ভাবে; তার দিন-রাত্রি বলে কিছু হয় না!