তোমার ঘর এখন কেঁপে কেঁপে উঠে
প্রাত্যহিক বাতাসে। তোমার ঘর এখন
টলোমলো দোলে, যেমন করে ডিঙি নৌকা গুলো
বিশালাকায় ঢেউয়ের তালে দুলতে থাকে ।
তোমার ঘরের কাঁপন অথবা দোলন
আমি থামাতে পারি না। যদিও খুব সহজ ছিলো থামানো-টা।
তুমি জানো, যে বাতাসে তোমার ঘর কাঁপছে-
সে আমার দীর্ঘশ্বাস। আর যে ঢেউয়ে দোলছে
সে আমারই অশ্রুনদীর ঢেউ।
তুমি নিজেই যে কারণের কারণ,
তাকে আমি কি করে থামাই?