বলেছিলে অপেক্ষা করো...
সেই থেকে অপেক্ষায় আছি!
তারপর কতো সৌরবর্ষ কেটে গেছে,
সে খবর তুমি রাখোনি, অথবা রাখতে চাও নি;
আমি অপেক্ষায় আছি।
তুমি তো বেলা করে বিছানা ছাড়ো, তাই জানো না।
একদিন একটু ভোর বেলা বারান্দায় দাঁড়িয়ে, পূবাকাশে দেখো
তোমার অপেক্ষায় থেকে থেকে লুসিফার উপাধি জুটেছে।
জানি তুমি ভোরের খুব ঘুম কাতুরে
তাহলে না হয় একটু সন্ধ্যা আকাশে পশ্চিমে তাকিয়ে দেখো
তোমায় একটু দেখবো বলে সমস্ত সন্ধ্যা ওখানেই দাঁড়িয়ে থাকি।
বলেছিলে অপেক্ষা করো...
তারপর কতো সৌরবর্ষ কেটে গেছে,
আমি অপেক্ষায় আছি!