আমার সারাটাক্ষণ ইচ্ছে করে একটা কিছু করি
ইচ্ছে করে সন্ধ্যেবেলা বাড়ি ফেরার রাস্তা ছেড়ে
ঘরে ফেরা পাখির মতোন তোমার পথটা ধরি
ইচ্ছে করে দেখা হবে খুনসুঁটি আর গল্প হবে
নিপাত যাবে একলা একা জীবন-যাপন,
ইচ্ছে করে তোমায় আমায় হোক চড়ুঁইভাতির হোক আয়োজন ।
চড়ুইভাতি জানুক সবাই ইচ্ছে করে হোক দৈত-জীবন।
দূরে গেছো তাতেই বা কি , কতোই আর পেরেছো যেতে
ইচ্ছে করে চক্ষু বুঁজে, দূরত্ব অতীত পারি দিতে
ইচ্ছে করে গেরোস্থালি, সকাল বিকেল সংসারি হই
ইচ্ছে গুলো ইচ্ছে-ই থাক গোধূলী-তে আর বেলা কই?