তোমার সখ্য বলে কি কিছু হয়,
যেখানে নেকড়ের হৃদয় তোমার।
তোমার পুলকনৃত্যে চঞ্চল হৃদয়,
তোমার-ই প্রবঞ্চনায় শীতল আজ,
যেনো বহুকাল সে হৃদয়ে শুধু বয়ে গেছে বরফ-ঝড়।
পুরুরবাও একদিন উর্বশীর প্রেম থেকে
পেয়েছিলো চিরবিরহ। জেনেছিলো, উর্বশী’রা যখন
এক হাতে মধুপাত্র নিয়ে আসে তখনও অন্য হাতে
ধরা থাকে বিষভান্ড। তোমার পুলকনৃত্যে চঞ্চল হৃদয়
তোমারই প্রবঞ্চনায় জেনেছে ক্ষণিক প্রেম-ছলনার বদলে
তুমি দিয়ে যেতে পারো অনন্ত বিরহ। তোমার-ই ছলনায়
উদ্বেলিত সমুদ্র কি সহজে হয়ে পড়ে মরুভুমি।
এই করে খুব সুখ পাও দেবী? যতো-ই সুখ দেখো চারিধারে জেনো,
আফ্রোদিতি আর উর্বশীর মতো তুমিও আজ অভিশপ্তা ।
শুধু  দেখে যাবে সুখ, ভোগ করতে পারবে না, সুখের অসুখে ভুগবে।