আমি বড়জোর লিখি কবিতায়
দু-চার লাইন। কার কি যায় আসে
তাতে? এক বোকা যুবকের স্বপ্ন -
খুন হয়ে গেছে, বিবর্ণ স্মৃতিরা রক্তের
মতো শিরা-উপশিরায় ভাসে। অনেকেই
ভাসে স্বপ্নের ভেলায় মেঘের চূড়ার
আশেপাশে। একা যুবক চাঁদ ছুঁতে চেয়ে
আজ শুধু মাটি কামড়ে বাঁচে। কেউ তো
আজ স্বপ্ন-বাস্তবে সফলকাম, হাতের
মুঠোয় হাত বদলায় অতীত ভুলে যায়,
মুচকি হেসে অজুহাতের কারুকাজে।