এক একটা দেয়াল! থমকে দাঁড়াই।
শিখে নিতে থাকি দেয়াল পেরোনোর
সব কলা-কৌশল। ঘরের দেয়াল,
বাড়ির দেয়াল, আমি অনায়াসে পেরোতে
শিখে গেছি। সমাজের দেয়াল, ধর্মের দেয়াল
আমার কাছে কখনো-ই ভাবনার বিষয় ছিলো না।
এসব দেয়াল আমি আশৈশব অবজ্ঞার চোখে দেখেছি।
আমি রাষ্ট্রের দেয়াল পেরোবে বলে পাসপোর্ট আর
ভিসা নিয়ে নিয়েছি। যখন সবগুলো দেয়াল পেরোনো
শিখে গেছি দেখি, তুমি আমাদের মাঝে এক অদৃশ্য দেয়াল
তুলে দিয়েছো। নিজেকে সরিয়ে নিয়েছো আমার অন্য পাড়ে।
সব দেয়াল পেরোতে পারলেও এ দেয়াল আমি পেরোতে পারি না।
আমি অসহায় আর বিপর্যস্থ বোধ করি।সামনে অদৃশ্য দেয়াল।
আমি দাঁড়িয়ে আছি কিংকর্তব্যবিমূঢ়!