আমি তাঁর কথা ভাবছি,
তাঁকে আমি চিনতাম।
আমি যার কথা ভাবছি,
তাঁকে আমি চিনি বলে মনে হয় না।
মুদ্রার পীঠ দু-টো যেমন সম্পুর্ণ আলাদা হয়,
সময়ের ব্যবধানে সে আজ তাই।
আমি যাকে চিনতাম সে সৎ ছিলো
উজ্জ্বল উচ্ছল মানবীয় সুন্দর ছিলো।
সে মিথ্যে বলতে জানতো না, প্রতারণা
প্রবঞ্চনা সে জানতো না। তাঁকে ভেবে
আমিও উজ্জ্বল উচ্ছল হয়ে উঠছিলাম।
চিরন্তন ব'লে হয়তো কিছু হয় না,
অথবা মুদ্রা যেহেতু দু-পিঠ নিয়েই জন্মেছে
মুদ্রার পীঠ উল্টে যেতেই পারে
তাতে মুদ্রা-কে দোষ দেয়া যায় না।
চেনা-জানা পৃথিবী বদলে যেতে পারে ক্ষণিকে,
আমি যাকে চিনতাম, যাকে ভাবছি,
তাঁকে আজ আর আমি চিনি বলে মনে হয় না!