হাটতে বেরোই!
একাকী নিরব সুনসান চারদিক
কোথাও কেউ নেই।
আমার মাধ্যমিক বিদ্যালয়ের সামনে যাই
এক চার চার ধারা সেখানে। অবরুদ্ধ সে নিজে,
অবরুদ্ধ আমিও, সমাজ চারপাশের নির্বুদ্ধিতা
ধর্মান্ধতা মিথ্যেবাদিতা কপটতায় আমি অবরুদ্ধ।
যে পথে হাঁটছি, কতদিন ধরে হাঁটছি জানি,
অথবা জানি না। সংখ্যা হিসেব করতে
ইচ্ছে করে না।অতঃপর দেখতে থাকি,
আমি একা নই, অন্তহীন সড়ক নীরবতা অথবা
আমাকে সঙ্গ দিতে উঠে আ'সে সূর্য।
আমি বিষণ্ণ একাকীত্ব বোধ করি না,
একাকীত্বের রস আস্বাদন করে তৃপ্ত হই।
পূব আকাশের সূর্যের মতো ঠোঁটের কোণে
হাসি দেখতে পাই!!