আস্থা রাখি! নিজেকে  আশ্বস্থ করি, দেখা হবে।
হয়তো দশ কুড়ি পঁচিশ কিংবা পঞ্চাশ বছর ,
অথবা কয়েক শতাব্দির পর । তবে দেখা হবে ।
হয়তো তখন, এখন যেখানে সাহারা , সেখানে
কোন বিশালাকায় নদী অথবা সমুদ্র দেখা দেবে ।
আস্থা রাখি এই স্থলিত শিথিল জীবন সেদিন প্রাণ পাবে
বিষাদবৃত্তে বন্দিদশা সেদিন থাকবে না । পুবালী বাতাসের মতো
ছুটে যাওয়া যাবে তোমার কাছে, সমাজ সংসার আর
অকারণ ধর্মের থকথকে পুঁজে ভরা নিয়ম যেদিন থাকবে না,
হয়তো সেদিন ঠিক দেখা হবে । কফির পেয়ালা ছেড়ে
সেদিন উঠে যেতে হবে না, কফি পান করে তৃপ্ত হওয়া যাবে ।
তোমার সিঁথিতে তারার সিদুঁর সেদিন পরিয়ে দেবো, আর
দু-হাতের মুঠোয় পুরে দেবো  রামধনু । এ জীবনের মতো
কেউ আর সেদিন স্বপ্নমালা ছিঁড়ে কুটিকুটি করবে না ।
সত্যি ভালোবাসার অভাবে সাত সমুদ্দুর পেরিয়ে একদিন ফিরবে,
আস্থা রাখি! নিজেকে আশ্বস্থ করি, দেখা হবে ।