কলম্বাসেরও বহু আগে আর প'রে
বহুবার বহুবার আমি বেরিয়ে পড়েছিলাম
একটা নতুন কিছু আবিষ্কারের আশায়, নেশায়
আর প্রতিবার-ই আমি তোমাতে গিয়ে পৌঁছেছিলাম।
পৃথিবী যে আপাত গোলাকার, সেটা
তখনো অজানা'ই ছিলো।
অতঃপর তাবৎ দুনিয়া মেনে নিয়েছিলো
পৃথিবী আপাত গোলাকার,
আর আমি তোমাকে আমার ভাগ্য মেনেছিলাম।
আমার ঐসব হাজার জন্মে হাজারটা নাম ছিলো,
তাই নাম নামক বিশেষ্যে তুমি আমাকে চিনবে না;
অথচ আদ্যোপান্ত আমার কাছে তুমি ভাগ্য।
এ জন্মেও আমি পথে নেমেছি, তোমর-ই খোঁজে
পাবো কি পাবো না সেটা ভাবনার বিষয় নয়-
হাজার জন্ম পেরিয়ে জেনেছি তুমি'ই আমার ভাগ্য!!